আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় সুজন হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের মুনিখা পুকুর পাড়ের কবরস্থানের ভিতর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত সুজন হোসেন ওই গ্রামের ইউপি সদস্য ফেরদৌস হোসেনের ছেলে।
জানা যায়, রোববার সন্ধ্যায় সুজন হোসেন বাড়ি থেকে বের হয়ে ঘুরতে বের হয়। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর মুনিখা পুকুরের পাড়ের কবরস্থানে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
এবিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অধিকতর তদন্ত চলছে বলে জানান তিনি।