Read Time:1 Minute, 25 Second
অনুসন্ধান বার্তা ডেস্ক নিউজ :
আফগানিস্তানে মালালা মিয়াওয়ান্দ নামের এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে । সংবাদ সংগ্রহের কাজে যাওয়ার সময় দেশটির জালালাবাদ এলাকায় তার গাড়িকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে, হামলায় নারী সাংবাদিক মালালা মিয়াওয়ান্দ এবং তার গাড়ি চালক মোহাম্মাদ তাহির নিহত হয়েছেন। এই সাংবাদিক সমাজকর্মী হিসেবেও কাজ করে আসছিলেন।
তবে কি কারণে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কেউ। এ হত্যাকাণ্ডকে গুরুত্বের সাথে তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী।
রয়টার্স জানায়, নিহত মালালা মিয়াওয়ান্দের মা ছিলেন একজন মানবাধিকার কর্মী। ৫ বছর আগে তাকেও গুলি করে হত্যা করা হয়।