আপেল মাহমুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলায় নারীকে ইভটিজিং করার অভিযোগে মাহফুজার রহমান (২৯) নামে এক বখাটে যুবকের ছয় মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডাদেশপ্রাপ্ত যুবক উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
জানা যায়, বরুনাগাঁও গ্রামের ভুক্তভোগী নারীকে প্রায় বিভিন্ন ভাবে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যাক্ত করে আসছিল মাহফুজার রহমান। শুক্রবার সকালে ভুক্তভোগী নারীকে তার বাসার দরজায় কড়া নেড়ে ডেকে জোরপূর্বক ইভটিজিং করার সময় নারীর চিৎকারে স্থানীয় লোকজন মাহফুজারকে আটক করে। এ সময় স্থানীয় ইউপি সদস্য বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, নারীকে নিজ বাসায় ইভটিজিং করার অপরাধে মোঃ মাহফুজার রহমানকে ৫০৯ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।