Read Time:1 Minute, 24 Second
ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনটে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ধুনট পৌর এলাকার টিএনটি মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ধুনট উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদের ছেলে সোহেল রানা (২৪) ও শেরপুর উপজেলার খন্দকার পাড়া এলাকার তোজাম্মেল হকের ছেলে তুহিন খন্দকার (২৬)।
ধুনট থানার এসআই প্রদীপ কুমার এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট পৌর এলাকার টিএনটি মোড় এলাকা থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ সোহেল রানাকে এবং ২ গ্রাম হেরোইন সহ তুহিন খন্দকারকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের পর বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরন করা হয়েছে।