বগুড়া জেলা প্রতিনিধি :
একাধিক স্থানে ভোটার হওয়ায় রাজশাহী বিভাগের ৬৬ জন সহ সারাদেশে মামলার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।
বগুড়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যারা একাধিক জায়গায় ভোটার হয়েছেন তাদের বিরুদ্ধে ফৌজদারী আইনে থানায় মামলা করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। গত ১৩ অক্টোবর নির্বাচন কমিশনের সহকারী সচিব মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দ্বৈত ভোটারদের বিরুদ্ধে ভোটার আইন ২০১৯ এর ১৮ ধারা অনুযায়ী ফৌজদারী আইনে নির্বাচন কর্মকর্তাদের মামলা করার নির্দেশ দেয়া হয়েছে।
বগুড়া শহরের সুত্রাপুর এলাকার আরিফাতুল জান্নাত জানান, বগুড়ার ঠিকানায় ভোটার হওয়ার পর স্বামীর চাকুরীস্থল চট্টগ্রামেও ভুল বশত ভোটার হই। পরবর্তী সময়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুল স্বীকার করে এফিডেভিক করলে সেই কপির সুত্র ধরে বগুড়া সদর নির্বাচন কর্মকর্তা গত ২৪ আগষ্ট ২০২০ তারিখে প্রধান কার্যালয়ে প্রেরন করলে আমার একটি ভোটার আইডি বহাল রাখা হয়। এখন তো আমি দ্বৈত ভোটার নই। এরপরও আমার বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা মামলা করবে বলে জানিয়ে দিয়েছে।
বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম জাকির হোসেন ‘অনুসন্ধান বার্তা’কে জানান, বগুড়ায় আরিফাতুল জান্নাত নামে এক নারী সহ ৬ জন রয়েছেন। রাজশাহী বিভাগে এ ধরনের ৬৬ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।
তিনি আরো জানান, আরিফাতুল জান্নাত বর্তমানে এক জায়গার ভোটার আছেন। আদালতে এফিডেফিট করেছেন তাও কমিশনকে জানানো হয়েছে। এরপরও মামলা করার নির্দেশ দিয়েছেন কমিশন। নির্দেশ তো আমাকে মানতেই হবে। দ্রুত তম সময়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
তিনি বলেন, ডাঃ সাবরিনার দ্বৈত ভোটার নিয়ে মামলার সময়ই কমিশন দ্বৈত ভোটারদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেন।