বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার নমুনা পরীক্ষায় জেলা প্রশাসক মো. জিয়াউল হক কেভিড-১৯ পজিটিভ সনাক্ত হন। তবে করোনায় আক্রান্ত হলেও তিনি সুস্থ রয়েছেন। অবশ্য ডায়াবেটিস থাকার কারণে তাঁকে উন্নত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম আলী বেগ জানিয়েছেন, জেলা প্রশাসক মো. জিয়াউল হক, তাঁর স্ত্রী এবং দুই কন্যাসহ ৪ জনের নমুনা দেওয়া হয়েছিল পরীক্ষার জন্য। তন্মধ্যে শুধু স্যারই (জেলা প্রশাসক) পজিটিভ হয়েছেন। অন্যদের নেগেটিভ রেজাল্ট এসেছে।’
এবিষয়ে বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, শরীরে জ্বর অনুভব করায় সোমবার সকালে তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। পরে রাতে তাকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় তার রেজাল্ট পজিটিভ এসেছে। তিনি বলেন, করোনা পজিটিভ হলেও আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।