শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুরের প্রত্যন্ত চরাঞ্চলের জরিরা বাজার হতে পানাগারি হাট পর্যন্ত মাত্র ১৮ মিটার রাস্তা নির্মানের কারণে নিশ্চিন্তপুর ও তেকানী ইউনিয়ন বাসির যোগাযোগের নুতন দিগন্ত সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্থি ফিরেছে।
বুধবার (২৫ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, চরাঞ্চলে আরসিসি রাস্তাটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। কাজিপুর এলজিইডি বিভাগের তত্বাবধায়নে ধূবট্রেড এজেন্সি নামে এক ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে।
উপ-সহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, আরসিসি রাস্তাটির জন্য বরাদ্ধ ধরা হয়েছে ২ কোটি ৫৫ লক্ষ টাকা।
স্থানীয় স্কুল মাস্টার মনোয়ার হোসেন জানান, চরাঞ্চল হওয়ার পরও রাস্তাটি নির্মান কাজে আমরা খুব খুশি হয়েছি।
তেকানী ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ জানান, রাস্তাটির দৈর্ঘ কম হলেও এর গুরুত্ব অনেক বেশী। কেননা এই রাস্তাটি নিশ্চিন্তপুর ও তেকানী ইউনিয়ন দুটিকে কান্টেক করায় উত্তরে নাটুয়ারপাড়া ইউনিয়ন এবং দক্ষিনে মেছড়া ইউনিয়নের রুপসা বাজার পর্যন্ত যোগাযোগের দ্বার উম্মোচিত হয়েছে।
চরাঞ্চলবাসির দাবি নিশ্চিন্তপুর ও তেকানী ইউনিয়নের আরও কিছু ছোট ছোট রাস্তা নির্মান করে মূল রাস্তার সাথে সংযোগ দেয়া যোগাযোগের ক্ষেত্রে চরাঞ্চলও পিছিয়ে থাকবে না।