Read Time:1 Minute, 19 Second
শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুরের ঢেকুরিয়া গ্রামের আমির হোসেনের ছেলে দরিদ্র কৃষক শহিদুল ইসলামের গোয়াল ঘরে আগুন লেগে গর্ভ অবস্থায় বিদেশী জাতের একটি গাভি ও ৫ টি ছাগল সহ প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
জানা যায়, মঙ্গলবার (গত ১৯ জানুয়ারী) দিবাগত রাত ২টার দিকে কৃষক শহিদুলের গোয়াল ঘরে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
বুধবার ভোরে সংবাদ পেয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দকী ও প্রকল্প কর্মকর্তা ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারটিতে ৩৫ কেজি চাল, ৫ টি কম্বল, নগদ ৬ হাজার টাকা এবং ২ বান্ডিল ঢেউটিন প্রদন করেন।