শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুর উপজেলার পৌর মার্কেট চত্ত্বরে জাতীয় সংসদের উপ-নির্বাচনে জনস্বাস্থ্য ও কোভিড ১৯ এর জন্য জনসচেতনতা তৈরির জন ভোটারদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ ও ইভিএম পদ্ধতিতে ভোট প্রয়োগের বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে
শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টায় ‘আমরা কাজিপুর ও ৯৫ ফাউন্ডেশন’ নামে দু’টি সমাজ সেবামূলক সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের উপ-নির্বাচনে আ,লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯৫ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক প্রকৌশলী আব্দুল্লা আল মামুন জাকির, ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম, প্রকৌশলী আবু রায়হান, সিনিয়র সভাপতি মোশারফ হোসেন প্রমূখ। সভা শেষে অতিথিবৃন্দ ভোটারদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।