শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) থেকে :
অগামী ১২ নভেম্বর সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রয়াত সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এরআগে দুপুর ২টায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করেন তারভীর শাকিল জয়।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসের সহকারী নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন, কাজিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুল হক, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রয়াত সাবেক স্বাস্থ্য মন্ত্রি মোহাম্মদ নাসিম গত ১২ জুন মৃত্যু বরণ করলে এই আসনটি শূন্য ঘোষনা করা হয়।