কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের উপ-নির্বাচনে ১৭১টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রাহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, মহিলা ভোটারের লম্বা লাইন।
উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত মোহাম্মাদ নাসিম পুত্র সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় নৌকা প্রতীকে এবং বিএনপি দলীয় মনোনীত প্রার্থী সেলিম রেজা ধানের শীষ প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সকাল সাড়ে ৯ টার দিকে কাজিপুর পৌর এলাকার বেড়ীপোটল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়।
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যু জনিত কারনে সিরাজগঞ্জ -১ আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।