শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের মধ্যপাড়া এলাকার কবরস্থানে বসে নেশা করতে নিষেধ করায় এক যুবককে পিটিয়ে আহত করেছে মাদকাসক্ত যুবকেরা। এঘটনায় কাজিপুর থানায়ন লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ঘটনাটি ঘটেছে গত ১৯ মার্চ সকাল ১০ টায় কাজিপুরের গান্ধাইল গ্রামের মধ্যে পাড়ায় ।
স্থানীয়সূত্রে জানা গেছে, গান্ধাইল গ্রামের মধ্যপাড়া এলাকার শকুর আলীর ছেলে আবু হাসেম একই এলাকার হেলালের পারিবারিক কবরস্থানে বসে নেশা করছিল। বিষয়টি হেলালের ছেলে রবিউল আওয়াল রনি দেখে ফেলার পর স্থানীয় মাতব্বরদের কাছে বিচার দেয়। তখন মাতব্বররা আবু হাসেমকে ডেকে নিয়ে কবরস্থানে বসতে নিষেধ করে। এতে মাদকাসক্ত আবু হাসেম ক্ষুব্দ হয়ে শুক্রবার সকাল ১০টার বরই গাছের ডাল দিয়ে রনিকে বেদম পিটিয়ে জখম করে। এসময় রনির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আবু হাসেম পালিয়ে যায়।
এবিষয়ে কাজিপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।