শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের পাটগ্রাম এলাকায় চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গান্ধাইল গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে নাসরীন পারভীন রিনা পাটগ্রাম রোডের পশ্চিম পাশে রুবেল হোসেনের বাড়িতে মেয়ে ও মেয়ে জামাই সহ বসবাস করে আসছে। গত ৮ই মার্চ দিবাগত রাতে নিজ গ্রাম গান্ধাইলে নিজস্ব বাড়ি নির্মাণ কাজের জন্য অবস্থান করাকালীন তার ভাড়াবাড়ির দেওয়াল টপকে অজ্ঞাত চোর ঘরের দরজা ভেঙ্গে বাক্সে রক্ষিত নগদ ১লক্ষ টাকা ও সাড়ে ৭ ভরি স্বর্ন চুরি করে নিয়ে যায়।
নাসরিন পারভীন রিনা জানান, ঘটনার আগের দিন আপন বড় ভাই রফিকুল ইসলাম ও তার স্ত্রী ফাহিমা খাতুনের সাথে বসত বাড়ি নির্মাণ নিয়ে কথা-কাটি হয়। তারাই নির্মানাধীন ঘরের ওয়াল ভেঙ্গে ফেলে। নাসরিন পারভীন এর প্রতিবাদ করায় তাকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শনও করে। এছাড়াও অভিযোগ করে তিনি বলেন, তার ভাতুষপুত্র আরিফুল ইসলাম রিংকুকে দিয়ে তার ভাবি ফাহিমা খাতুন এই চুরির ঘটনা ঘটিয়েছে।