শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কাজিপুর উপজেলার ৩৫ টি ভূমিহীন পরিবারকে বাড়ির জমির মালিকানা দলীল হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে দলিল হস্তান্তর প্রক্রিয়ায় ভার্চুয়ালী যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাজিপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র নিজাম উদ্দিন, নবনির্বাচিত মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন প্রমূখ।