শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বাজারে জমি দখলে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় শাহজামাল নামের এক ব্যাক্তি আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনায় শনিবার শাহজামালের পুত্র শাহরিয়ার বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানাগেছে, কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বাজারে অবস্থিত সরকারি বিএসডিসি গোডাউনের পার্শ্বে মৃত পর্বত উল্লাহ তাং ছেলে শাহজামাল নিজ জমিতে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে বেড়া দিয়ে রাখে। গত ২৯ অক্টোবর ঐ জায়গা নিজেদের দাবি করে তাঁর চাচাত ভাই রফিকুল ইসলাম রোপিত গাছগুলি উপরিয়ে ফেলে দিয়ে বেড়া দিয়ে দখলে নেয়ার চেষ্টা করে।
এসময় শাহজামাল বাধা দিতে প্রতিপক্ষ রফিকুল ও তাঁর ছেলেরা শাহজামালকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় শাহজামালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
এবিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।