শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুর উপজেলার সিমান্ত বাজার এলাকার স্থানীয় লোকজনের দখলে থাকা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । মঙ্গলবার (১৯ জানুয়ারি) সিরাজগঞ্জ সওজ কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
সিরাজগঞ্জ জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-কাজিপুর রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে।
কিন্তু রাস্তার দুই পাশে সওজ কর্তৃক অধিগ্রহণকৃত অনেক জায়গা স্থানীয়রা দখলে নিয়ে অবৈধ স্থাপনা নির্মান করেন।
এতে রাস্তা সম্প্রসারণ সহ সরকারি জমি উদ্ধারের জন্য এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সওজ কর্তৃপক্ষ।
তবে স্থানীয়রা অভিযোগ করে বলেন, আমাদের মালামাল সরানোর সুযোগ দেয়া হয়নি।
এবিষয়ে সওজের এক কর্মকর্তা জানান, ইতিপূর্বে অবৈধ দখল কারিদের তাদের স্থাপনা ভেঙ্গে নেয়ার জন্য মাইকিং করা সহ নোটিশ প্রদান করা হয়েছিল। কিন্ত তারা নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারন না করায় অবশেষে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এই উচ্ছেদ অভিযান আরও কয়েকদিন চলবে বলে জানান এই কর্মকর্তা।