Read Time:1 Minute, 19 Second
শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুরে ফাইলেরিয়া রোগ বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন টি এইচ ও ডাঃ মোমেনা পারভীন।
তিনি বলেন, ফাইলেরিয়া রোগটি কোন ছোয়াছে রোগ নয়, মূলত কৃমি থেকে এই রোগের উৎপত্তি ঘটে। সিরাজগঞ্জ সহ বাংলাদেশের ৩৪ জেলায় এই রোগ দেখা গিয়েছিল। বর্তমানে তা কমে ১৯ জেলায় এসেছে। কেউ আক্রান্ত হলে বছরে একবার করে মোট ৫ বছরের চিকিৎসা নিতে হয়।
সচেতনতায় এই নির্মূল সম্ভব হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দকী। এসময় চেয়ারম্যান, মসজিদের ইমাম, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।