কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
প্রচলিত নিয়ম কানুন উপেক্ষা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই বালু উত্তোলন করায় বালুর পানি ঘরের উঠানে প্রবেশ করছে। এতে স্থানীয়দের বসবাসের জন্য চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ঘটনাটি কাজিপুরের মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল গ্রামের।
ভুক্তভোগীদের দেওয়া অভিযোগে সরজমিনে গিয়ে জানা যায়, পার্শ্ববর্তী মেঘাই গ্রামের বাদশা মিয়ার ছেলে সোহাগ সহ তার সহযোগী ইমন, নিলয়, সুমন ও সাইফুল ওই গ্রামে গিয়ে বালুর পয়েন্ট নির্ধারণ করে যমুনা নদী থেকে বালু উত্তোলন করে আসছে।
তবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে অবৈধভাবে বালু উত্তোলন করায় পার্শ্ববর্তী আমজাদ হোসেন, সোহেল, হাফিজা, রফিকুল সহ প্রায় ১০/১২জন বাসিন্দার বাড়িঘরে পানি উঠায় তাদের বসবাসে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোকলেছুর রহমান জানান, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে জানানো হয়েছে।
এবিষয়ে কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিকভাবে ওই পয়েন্টে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে।