Read Time:1 Minute, 11 Second
শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন কাজিপুর উপজেলা শাখার কর্মিরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২ টায় স্বাস্থ্যসহকারীগণ কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মবিরতি পালন করেন।
এসময় বক্তব্য রাখেন কাজিপুর শাখার সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা শাখার সম্পাদক আব্দুল মোন্নাফ, সহ-সভাপতি কবির উদ্দিন, অর্থ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, উপজেলা পরিদর্শক সমিতির মুখপাত্র শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, সালমা খাতুন, সীমা খাতুন, ফারুক হাসান, সাজেদুল হক প্রমূখ।