শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
গত দুইদিন আগে বয়ে যাওয়া নিন্মচাপের কারণে বয়ে যাওয়া ঝড়-বৃষ্টিতে কাজিপুর উপজেলায় রোপা আমন মৌসুমের শাক সবজি সহ রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
কাজিপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে কাজিপুরে ১২ হাজার ৬৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান রোপন করেছিলেন চাষিরা। কিন্তু দুই দিন আগের বয়ে যাওয়া ঝড় বৃষ্টির কারণে ১২৫ হেক্টর জমির আধা পাকা ধান পানিতে পড়ে ক্ষতিগ্রস্থ হয়।
তবে এই ক্ষতির পরিমাণ ১২৫ হেক্টরের বেশী বলে স্থানীয়রা মনে করছেন। স্থানীয় কৃষকরা জানান এ বছর বন্যা দীর্ঘ স্থায়ী হওয়ায় বেশী সময় ধান পানিতে থাকার কারণে ধানের গোড়া নরম হয়ে নিন্ম চাপের সময় বৃষ্টিতে ধান পড়ে গিয়ে ক্ষতি গ্রস্থ হয়েছে।
ধান চাষি জহুরুল, মফিজ ও আকিমুদ্দিন জানান, গত ১০ বছরের মধ্যে কৃষি ক্ষেত্রে এত বড় ক্ষতি তাদের হয়নি। নানাবিদ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতির কারণে কৃষকগণ সর্বশান্ত হয়ে পড়েছেন। কাজিপুরের কৃষকদের এই ক্ষতি পুষিয়ে দিতে সরকারি সহযোগিতা প্রত্যাশা করছেন তারা।