শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের মাথাইলচাপর গ্রামে এক মুসলমানের কবরে এক হিন্দু পরিবারের বাড়ির টয়টেল নির্মানের কারণে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, সম্প্রতি মাথাইল চাপর গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র আব্দুস ছালাম নাজিম নিজের পৌত্রিক বাড়িভিটি বিক্রি করে দেয় একই গ্রামের বিশা হাওয়ালদারে পুত্র পলাণ হাওয়ালদারের নিকট। এদিকে গত ১০ দিন ধরে বিশা হাওয়ালদার তার ক্রয়কৃত জায়গায় বসতবাড়ি নির্মাণ করতে থাকে।
এর একপর্যায়ে গত মঙ্গলবার নিজেদের টয়লেট খুরতে মাটি কাটার সময় একটি মৃতদেহ বেড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা জানতে পারে মৃতদেহটি পূর্বের বসতবাড়ির মালিক আব্দুস ছালাম নাজিমের পূর্ব পুরুষদের এবং তিনি একজন হাজি ছিলেন।
এ সময় নির্মাণকারি শ্রমিকরা মাটি খোঁড়া বাদরেখে আগের মালিক নাজিমকে বিষয়টি জানায়। কিন্ত নাজিম উক্ত কঙ্কাল নিতে অনাগ্রহ প্রকাশ করলে স্থানীয়রা কঙ্কালটি তুলে নিয়ে নিকস্থ কবরস্থানে পুনরায় দাফন করে। এদিকে নিজের পূর্ব পুরুষদের প্রতি কর্তব্যে এ ধরনের অবহেলার করণে আব্দুল সালাম নাজিমের প্রতি এলাকাবাসি ক্ষোভে ফেঁসে উঠেছেন।
এবিষয়ে উক্ত নাজিমকে জিজ্ঞাসা করলে তিনি কবরটি তাদের স্বজনদের নয় বলে দাবি করেন। এঘটনায় স্থানীয়দের মাঝে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।