শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুরের সোনামূখী ইউনিয়নের পারূলকান্দিগ্রামের একটি গ্রামীণ রাস্তা সংস্কারে স্থানীয় যাতায়াতকারি জনসাধারণের মাঝে স্বস্তি ফিরেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ২ লক্ষ টাকা বরাদ্দে পারূলকান্দি সাইদুলের বাড়ি হতে পাশ্ববর্তী ধুনট উপজেলার চন্দারপাড়া পাকা রাস্তা পর্যন্ত গ্রামীণ রাস্তাটি সংস্কার করা হয়েছে।
বিগত প্রায় ২০ বছর ধরে সংস্কারের অভাবে স্থানীয়দের যাতায়াতে সিমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছিল এ রাস্তায়। এছাড়া রাস্তাটির তিনটি স্থানে বিগত বন্যায় ভেঙ্গে গিয়ে যাতায়াতে একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। এমতাবস্থায় স্থানীয় লোকজন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়কে রাস্তাটি সংস্কারে অনুরোধ জানায়। এরপর সংসদ সদস্য চলতি বছর রাস্তাটি সংস্কারে ২ লক্ষ টাকা বরাদ্দ দেন।
পারুলকান্দি গ্রামের বিশিষ্ট সমাজসেবক আবু বক্কার ছিদ্দিক জানান, রাস্তাটি পাশ্ববর্তী ধুনট উপজেলার চন্দারপাড়ার পাকা রাস্তায় গিয়ে সংযোগ স্থাপিত হওয়ায় পারুলকান্দি সহ এলাকাবাসিদের ধুনট উপজেলার সাথে যোগাযোগে প্রায় দুই কিলোমিটার রাস্তা কমে গেছে।
একই গ্রামের মোজাম্মেল হক জানান, বাপ-দাদার কাছ থেকে শুনেছি রাস্তাটি প্রায় দুইশত বছরের পুরোনো। কিন্তু রাস্তাটিতে ভ্যান রিস্কা পর্যন্ত যেতে পারত না। রাস্তাটি সংস্কার হওয়ায় গ্রামবাসীদের হাট-বাজারে, উপজেলা সদরে মালামাল পরিবহনে খরচ ও সময় অর্ধেকে নেমে আসবে।
খোঁজনিয়ে জানা গেছে, রাস্তাটি সোনামুখী ইউনিয়ন আওমীলীগের সম্পাদক ও সোনামুখি হাই স্কুলের সহকারি শিক্ষক নুরুল ইসলাম মাস্টারের নেতৃত্বে বাস্তবায়ন হয়েছে। স্থানীয়রা জানান, বরাদ্দ অনুযায়ী রাস্তাটির কাজ মানসম্মত হয়েছে।