শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুর-১ আসনের সংসদ সদস্য উপ-নির্বিাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়ের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখার আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাজিপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে গান্ধাইল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রয়াত সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের পুত্র এমপি প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়।
তিনি তাঁর বক্তব্যে আগামী ১২ নভেম্বর সংসদ সদস্য উপনির্বাচনে জয়লাভ করতে পারলে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার আদর্শকে ধারন করে কাজিপুরে মরহুম বাবা নাসিমের অসম্পন্ন কাজগুলো সমাপ্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মেঘাই উচ্চ-বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও কাজিপুর সদর ইউনিয়নের সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, শিক্ষক সমিতির কাজিপুর সম্পাদক আঃবাকি বি এস সি, গান্ধাইল উচ্চ-বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।