শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুরের সোনামূখি ইউনিয়নের স্থলবাড়ি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোজাম্মেল হককে ঐ ক্লিনিকের সভাপতি ইউপি সদস্য রফিকুল ইসলাম কর্তৃক অবৈধভাবে মারধোর করার অভিযোগে রফিকুলের শাস্তির দাবিতে কাজিপুরের সিএইচসিপি গণ সদর হাসপাতাল চর্ত্ত্বরে মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মানববন্ধনে বক্তব্য রাখেন কাজিপুর সি এইচ সিপি এ্যাসেসিয়েশনের সভাপতি ছাব্বির আহম্মেদ, সম্পাদক বাবুল আক্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমামহাসান, সঞ্চয় কুমার প্রমূখ।
উল্লেখ্য গত ৪ নভেম্বর দুপুরে সিসির কর্তব্যরত সিএইচসিপি দায়িত্ব পালনকালে ক্লিনিকের পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য রফিকুল ইসলাম তার নিজের লোককে পাঠিয়ে চাহিদামত ঔষধ দাবি করেন।
কিন্ত সিএইচসিপি মোজাম্মেল হক নিয়ম মেনে ঔষধ নিতে বলে। তাঁর চাহিদামত ঔষধ দিতে অপারগতা প্রকাশ করলে সভাপতি ক্ষুদ্ধ হয়ে নিজে ও তার সহযোগিরা ক্লিনিকে প্রবেশ করে সিএইচসিপি কে মারধর করেন।