কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুরের চর ভেটুয়াজ গন্নাথপুর গ্রামের স্থানীয় কিন্ডার গার্ডেন স্কুলের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরনের অভিযোগে ফজলু মিয়া (৩০) নামে এক বখাটে যুবক সহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) রাতে ওই স্কুল ছাত্রীর মামা বাদী হয়ে কাজিপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলাসূত্রে জানাগেছে, কাজিপুরের যমুনার চর ভেটুয়াজ গন্নাথপুর গ্রামের ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে প্রায়ই উত্যাক্ত করে আসছিল একই গ্রামের আব্দুর রশিদের ছেলে ফজলু মিয়া। কিন্তু তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৪ জানুয়ারি ফজলু মিয়া ও তার সহযোগিরা ওই ছাত্রীকে অপহরন করে নিয়ে যায়। এঘটনায় মেয়েটির মামা আব্দুস সালাম বাদী হয়ে ফজলু সহ ৬ জনকে অভিযুক্ত করে কাজিপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাজিপুরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ মালী বলেন, মামলা দায়েরে পর মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে এবং অপহরনকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।