Read Time:1 Minute, 14 Second
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া ইকোপার্কে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো, রশিকপুর গ্রামের মোজাম্মেল মল্লিকের ছেলে সবুজ রানা (৩০) ও একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাজেদুল ইসলাম (২৫)।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার এতথ্য নিশ্চিত করে জানান, এবিষয়ে কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।