শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌরসভা চত্বরে কাজিপুর পৌরসভার আয়োজনে নব-নির্বাচিত পৌর পরিষদের দায়িত্ব গ্রহন উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এসময় তিনি বলেন, পৌরবাসীর কল্যান সাধনই হবে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগনের উদ্দেশ্য এবং লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, নব-নির্বাচিত পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শওকত হোসেন প্রমুখ।