Read Time:1 Minute, 27 Second
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভা নির্বাচনে বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছেন।
শনিবার (১৯ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন এবং বিএনপি নেতা রবিউল হাসান।
আ.লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার।
গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভায় পৌরসভা নির্বাচন (দ্বিতীয় ধাপ) এর চূড়ান্ত প্রার্থী তালিকায় আব্দুল হান্নানের নাম অনুমোদন করেন আ.লীগের দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অপরদিকে বিএনপির মনোনয়ন বোর্ড কাজিপুর পৌর আ.লীগের যুগ্ন আহবায়ক আল আমিনকে মনোনয়ন দিয়েছেন।
আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে কাজিপুর পৌর সভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।