এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবসটি পালন উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমবায় অফিস ও সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাছুদুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাহালু উপজেলা সমবায় অফিসার মো. জাহাঙ্গীর হোসেন মন্ডল, কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, রওশন আকতার, কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, কাহালু ইউসিসিএলিঃ এর চেয়ারম্যান কামাল উদ্দিন কবিরাজ, রুপালী ব্যাংক কাহালু শাখা ব্যবস্থাপক সীপিন কুমার প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক গোলাম মোস্তফা, মুস্তা রীমা সুলতান, কাহালু পোনা মাছ উৎপাদন সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি/সম্পাদক ও সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।