Read Time:1 Minute, 27 Second
এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালুর শীতলাই সেঞ্চরীয়ান ক্রিকেট ক্লাবের উদ্যোগে প্রিমিয়ার লীগ (এসপিএল) ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে কাহালুর শীতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ক্রীকেট টূর্ণামেন্টের উদ্বোধন করেন কাহালু উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও মুরইল ইউপি’র সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ।
ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম মুক্তার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরইল ইউপি সদস্য জাকিউল ইসলাম সোহেল, শীতলাই সেঞ্চরীয়ান ক্রিকেট ক্লাবের সভাপতি জালাল উদ্দিন রিপন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আবু, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ, রাকিব হাসান, কামরুজ্জামান জাহিদ সহ অত্র ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।