এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার কাহালু পৌর বিএনপির আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাহালু পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাহালু পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও কাহালু পৌর কাউন্সিলর ফেরদৌস আলম, বিএনপি নেতা কাজী আব্দুর রশিদ, আনিছার রহমান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রভাষক হাফিজার রহমান বাবু, ফরিদ ফকির, আলহাজ্ব আব্দুল মান্নান ভাটা, রফিকুল ইসলাম ফজলু, মোহাম্মাদ আলী ভুইয়া,
যুবদলনেতা জিল্লুর রহমান, পারভেজ আলম, শাহিনুর ইসলাম, জালাল, আব্দুল করিম, জুয়েল, উপজেলা কৃষকদলের আহবায়ক প্রভাষক শাহাবুদ্দিন, ছাত্রদলনেতা মোহাম্মাদ আলী সুমন, আল আমিন, সোহাগ, আবু জ্বর আল গেফারী, নয়ন, তানভির, কাহালু পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেনের মায়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।