এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাজারে লাইন্সেস ছাড়া অবৈধভাবে পেট্রোলিয়াম মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাজি এন্টারপ্রাইজ এর মালিক আবু বক্কর এর ৬ হাজার টাকা এবং উপজেলার জামগ্রাম ইউনিয়নের জামগ্রাম বাজারে আছিয়া এন্টারপ্রাইজ এর মালিক আলহাজ্ব তায়লাল বাদশার ৭ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানার এস আই মহিউদ্দিন সহ পুলিশের সদস্যবৃন্দ। এছাড়া কাহালু উপজেলার দূর্গাপুর বাজার ও জামগ্রাম বাজারে জনসাধারণকে শতভাগ মাস্ক পরিধানের জন্য ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন ইউএনও।