Read Time:1 Minute, 15 Second
কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালুর কালাই কর্নিপাড়া খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামানিক।
খাদ্য বন্ধব ডিলার আব্দুল জলিল ৩০ কেজি চালের সরকারি মূল্য ৩’শ টাকা কিন্তু ৩০ কেজি চালের মূল্য ৫/৬’শ টাকা নেওয়ার অভিযোগ তুলেন অত্র এলাকার লোকজন।
এ ব্যাপারে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান এর সাথে কথা বলা হলে তিনি জানান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে অনিয়মের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি। অনিয়ম প্রমানিত হলে আগামী খাদ্য বন্ধব কমিটির মিটিং এ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।