এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার কাহালুর বড়মহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুরইল ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. মেহেরুল ইসলাম রেবুন খানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিশিষ্ট সমাজসেবক ও বড়মহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি রাশেদ খানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন মুরইল ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. মেহেরুল ইসলাম রেবুন খান, বীরমুক্তিযোদ্ধা মোজাহার আলী, সাবেক সরকারি কর্মকর্তা ফজলার রহমান খান, বিএনপি নেতা ও জিয়াখুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুল হাদী খান,
বগুড়া জেলা যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আহসানুল কবির খান সুমন, চয়েন উদ্দিন, সমাজ সেবক শাহ্ নেওয়াজ নিপু, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, আলহাজ্ব আকবর আলী, আনিছার রহমান, দুলাল প্রমূখ।