এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু চারমাথাস্থ স্টেশন রোডে “মেহেরা ফার্মা” উদ্বোধন উপলক্ষে শুক্রবার বাদ আসর চারমাথা জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল উপস্থিত ছিলেন মেহেরা ফার্মা এর সত্বাধিকারী ডাঃ আনোয়ার হোসেন (মুকুল), সহকারী অধ্যাপক ডাঃ আনিছুর রহমান, ডাঃ আনোয়ারুল্লাহ শাহীন, ডাঃ সৈয়দ শামসুল আরেফিন জুয়েল, মেডিক্যাল অফিসার ডাঃ মইনুল হাসান, মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, বাখরা কাম বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পি এম রেজাউল করিম,
কাহালু চারমাথা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সহ-সভাপতি মাহবুবুল আলম, মুরইল ইউ পি সদস্য মাকসুদুর রহমান (মঞ্জু), আলহাজ্ব শাহেদ ফেরদৌস ইকবাল, গোলাম ফেরদৌস সহ মুসল্লীবৃন্দ। দোয়া পরিচালনা করেন কাহালু চারমাথা জামে মসজিদের ঈমাম হাফেজ নজরুল ইসলাম।