Read Time:1 Minute, 25 Second
এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলার থলপাড়া আরোফিন যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারী) প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
এ সময় হিসেবে উপস্থিত ছিলেন, বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, থলপাড়া আরোফিন যুব উন্নয়ন ক্লাবের সভাপতি জাহিদুর রহমান শেখ, দূর্গাপুর ইউপি সদস্য আফরোজা খানম, আশিকুর রহমান খোকন, সাবেক ইউপি সদস্য রুমি খাতুন প্রমূখ।
খেলায় অংশ গ্রহন করেন নিশিন্দারা একাদশ বনাম মালঞ্চা ভাই ভাই ফার্নিসার। খেলা পরিচালনা করেন রফিকুল ইসলাম। তাকে সহযোগিতা করেন রফিকুল ইসলাম মুক্তার ও আবু জাফর। খেলায় নিশিন্দার একাদশ ১-০ গোলে পরাজিত করে মালঞ্চা ভাই ভাই ফার্নিসার চ্যাম্পিয়ন হয়।