এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে কাহালু পৌর মঞ্চে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কাহালু উপজেলা শাখার আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মজিবর রহমান মজনু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া শাখার সাধারণ সম্পাদক মো. রাগেবুল আহসান রিপু।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বগুড়া জেলা শাখার সভাপতি ভি পি সাজেদুর রহমান সাহীন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বগুড়া জেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান দুলু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ জাকির হোসেন নবাব,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জুলফিকার রহমান শান্ত।
ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটি ও বগুড়া জেলা শাখা এবং কাহালু উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের প্রায় ৪ হাজার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।