কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মতিউর রহমান মতি ও সাবেক সহ-সভাপতি মরহুম মাহবুর রহমান সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বাদ আছর কাহালু স্টেশন জামে মসজিদে কাহালু উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্দ্যোগে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল কবির, যুগ্ম সম্পাদক শমশের আলী, বগুড়া শহর শ্রমিক দলের সভাপতি লিটন শেখ বাঘা, দপ্তর সম্পাদক আল আমিন হোসেন, কাহালুর বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল মান্নান (ভাটা), মোহাম্মাদ আলী ভূইয়া, সালাম সরদার, আব্দুর রশিদ (উজ্জল), শফিক তালুকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান, পৌর শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবদল নেতা পারভেজ আলম, শাহিনুর ইসলাম, সেলিম চৌধুরী, ছাত্রদল নেতা ফাহিম আহম্মেদ (সুমন), শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক, রাব্বি, মাকছুদুর রহমান সহ প্রমূখ।