এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো.মোশারফ হোসেন এর মা পমিজান বেগম এর সুস্থতা কামনা করে উপজেলা সমবায় দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার কাহালু আশরাফুল উলুম ফোরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও কাহালু সদর ইউ পির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আব্দুল করিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা যুবদলের সাবেক আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা কৃষকদলের আহবায়ক প্রভাষক মো. শাহাবুদ্দিন, কাহালু উপজেলা সমবায়দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (সাইফ), উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম (আতিক), যুবদলনেতা ফারুক ছাত্র সহ সমবায় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন কাহালু আশরাফুল উলুম ফোরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসার সুপার হাফেজ মাওঃ গোলাম মোস্তফা।