আপেল মাহমুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদরের রুহিয়া খাদ্য গুদামে প্যাডি সাইলো স্থাপনের জন্য জমি দান করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দেশব্যাপী প্যাডি সাইলো নির্মানের অংশ হিসেবে রুহিয়া এলএসডি-তে আধুনিক প্যাডি সাইলো নির্মানের জন্য সাবেক পানি সম্পদ ও খাদ্য মন্ত্রী, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, রমেশ চন্দ্র সেন ১১০ শতক জমি খাদ্য অধিদপ্তরকে দান করেন।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রুহিয়া এলএসডি অফিসে আনুষ্ঠানিক ভাবে জমি দান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা, জেলা পরিষদের অন্যতম সদস্য নজরুল ইসলাম স্বপন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রইচ উদ্দিন, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।