স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ার ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ উজ্জল হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কান্তনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার চুনিয়াপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে।
থানাসূত্রে জানা যায়, গ্রেফতারকৃত উজ্বল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই রুহুল আমিন ও প্রদীপ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কান্তনগর এলাকা বাজার থেকে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর বগুড়ার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।