Read Time:1 Minute, 14 Second
অনুসন্ধান বার্তা ডেস্ক নিউজ:
গাজীপুরের পূবাইল এলাকার আল-রাজি পলিমার ইন্ডাস্ট্রি নামের একটি ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ও জয়দেবপুরের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে কারখানায় থাকা ফোম, মেশিনারিজ ও ফিনিশিং সুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা।