Read Time:1 Minute, 21 Second
আপেল মাহমুদ, রুহিয়া (ঠাকুরগাঁও) থেকে:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ২১নং ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ড কমিটির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) রুহিয়া থানার ঢোলারহাট এস.সি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিদ কুমার রায়ের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন।
ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিমান্ত কুমার বর্মণ (নির্মল) প্রমূখ। #