আপেল মাহমুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে টাস্কফোর্সের অভিযানে বাংলা মদসহ শুভ চন্দ্র রায় বকুল (২৫) নামে এক মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে জনসম্মুখে জব্দকৃত মাদক ধ্বংস করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের কালিবাড়ী এলাকায় টাস্কফোর্সের অভিযান শেষে আটককৃত ওই মাদকসেবীকে এ দন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
দন্ডাদেশপ্রাপ্ত মাদকসেবী শহরের জমিদারপাড়া এলাকার অখিল চন্দ্র রায়ের ছেলে।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, পৌরসভাধীন কালিবাড়ী এলাকায় প্রতিদিন সন্ধ্যায় উঠতি বয়সের তরুণরা বাংলা মদ খেয়ে মাতলামি করে এলাকার পরিবেশ নষ্ট করে আসছে এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় সেখানে টাস্কফোর্স গঠন করে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ জন পালিয়ে গেলেও মাদক সহ একজনকে আটক করা হয়।
পরে আটক মাদকসেবী নিজের দোষ স্বীকার করলে জব্দকৃত মাদক ধ্বংস করে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।