Read Time:1 Minute, 17 Second
আপেল মাহমুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে বিদেশী সিগারেট বিক্রির দায়ের ব্যবসায়ীর জরিমানা ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৪ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও চৌরাস্তায় একটি কনফেকশনারি দোকানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ।
এসময় ওই দোকান থেকে অনুমোদন বিহীন বিভিন্ন ব্রান্ডের বিদেশী সিগারেট জব্দ করা হয়। সরকারী কর ফাকি দিয়ে এসব সিগারেট আমদানি এবং বিক্রয়ের দায়ে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। পরে জরিামানা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।