Read Time:1 Minute, 12 Second
আপেল মাহমুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা সদরের পল্লীবিদ্যুৎ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কামরুল হাসান সোহাগ।
এসময় তিনি মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি এবং নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য মজুদের দায়ে ১ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কামরুল হাসান সোহাগ জানান, জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের নির্দেশনায় জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।