Read Time:1 Minute, 25 Second
আপেল মাহমুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার জগ্ননাথপুর ইউনিয়নের দক্ষিণ জগন্নাথপুর গ্রামে মাদকের টাকার জন্য মা’কে মারপিটের অভিযোগে আকাশ ইসলাম (১৯) নামে এক মাদকাসক্ত ছেলেকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন তাকে এ দন্ডাদেশ প্রদান করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন জানান, আকাশ ইসলাম দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। মাদকের টাকার জন্য সে মাঝেমধ্যেই তার পরিবারের লোকজনকে মারধর করতো। মঙ্গলবার মাদকের টাকার জন্য সে আবারও তার মাকে মারপিট করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে খবর দেয়।
পরে ভ্রাম্যমান আদালতে সে তার অপরাধ স্বীকার করলে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।