আপেল মাহমুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলায় দুর্নীতির দায়ে অভিযুক্ত ১৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে বিভিন্ন অভিযোগে দুদকে তলব করা হয়েছে।
এ বিষয়ে গত ৫ জানুয়ারী দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম স্বাক্ষরিত একটি স্মারক চিঠি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে।
দুদক এর চিঠি থেকে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক দুর্নীতি, বদলী বানিজ্য, নিয়োগ বাণিজ্য, শিক্ষক হয়রানি, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ ও বৃত্তি পাইয়ে দেওয়া সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ১৫ জন শিক্ষককে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়।
দুদক কর্তৃক তলব পাওয়া শিক্ষকরা হলেন : সঞ্জীব কুমার বর্মন, একেএম মিজানুর রহমান, ইয়াসিন আলি, আজহার আলী, প্রফুল্ল কুমার বর্মন, রমজান আলী, গৌরাঙ্গ দাস, আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, রফিকুল ইসলাম, ইমাম গাজ্জালী, জহরুল ইসলাম সহ ১৫ জন।
ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা এতথ্য নিশ্চিত করে জানান, ১৫ জন শিক্ষককে দুর্নীতি দমন কমিশন তলব করেছে।