আপেল মাহমুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডাদেশপ্রাপ্ত যুবক ঘনিমহেশপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে রাশেদুল ইসলাম বাবু (১৯)।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টায়র দিকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ঐ যুবক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করলে স্থানীয়রা তাকে বাঁধা দেয়। এতে উভয়পক্ষের বাকবিতন্ডার এক পর্যায়ে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দেয়।
রুহিয়া থানার উপ-পরিদর্শক মো. আব্দুল হালিম খান এতথ্য নিশ্চিত করে জানান, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা স্বীকার করায় ওই যুবককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।