আপেল মাহমুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলায় ভিজিডি কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সচিব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আগামী ৩০শে অক্টোবরের মধ্যে ভিজিডি ভাতার সম্ভাব্য উপকারভোগীদের অনলাইনে তালিকাভূক্তির নিশ্চিত করার লক্ষ্যে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আগামী কয়েকদিনের মধ্যে মাইকিংয়ের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে অনলাইন তালিকাভুক্তি করার বিষয়ে নির্দেশনা দেন। এছাড়া ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির উপকারভোগী যাচাই শেষে উপজেলা কমিটি নির্বাচিত উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করবে বলেও ঘোষনা দেন ইউএনও।